পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী জারতাজ গুল ওয়াজির। ৩৫ বছর বয়সী ওই প্রতিমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হাসিতে মজেছেন।
এক ভিডিও সাক্ষাৎকারে এমনটাই আভাস মিলেছে। সাক্ষাৎকারে গুল ওয়াজির বলেন, তার (ইমরান খান) হাসি, তার শরীরী ভঙিমা যেকোনো নারীর ঘুম কেড়ে নেয়ার পক্ষে যথেষ্ট। তার মতো এভাবে কেউ হাসতে পারে না। কোনো গম্ভীর আলোচনাও হালকা হয়ে যায় উনি একবার হাসলেই।
তিনি বলেন গুরুতর সমস্যাও আর সমস্যা থাকে না যখন ইমরান বিষয়টি নিজের হাতে তুলে নেন। ইমরান খান কোনো বৈঠকে বসলে তাকে দেখতে দেখতেই আমার সময় কখন কেটে যায়, টেরই পাই না।
ইতোমধ্যে ওই প্রতিমন্ত্রীর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।