চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শিল্প কারখানা কর্তৃক ভূ-গর্ভস্থ হতে অবৈধভাবে পানি উত্তোলন ও খালে বিলের মধ্যে বর্জ্য পেলে পরিবেশ দূষিত করার প্রতিবাদে এবং মহামান্য হাইকোটের রায় দ্রুত বাস্তবতায় করার দাবিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে পটিয়ার ঐতিহ্যবাহী পাচুরিয়া চত্বরে হাবিলাসদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের দীর্ঘ মানববন্ধন কিছুক্ষণ আগে শেষ হলো।
বেলা এগারটায় শুরু হওয়া মানববন্ধন, বেলা বাড়ার সাথে গণজমায়েতে পরিণত হয়ে সর্ব শ্রেণীর লোকে লোকারণ্য হয়ে যায়।দেখে মনে হচ্ছে যেন এটা মানববন্ধন নয়,জনগণের মনে দীর্ঘদিন থেকে জমিয়ে থাকা ক্ষোভ এবং প্রতিবাদে বহিঃপ্রকাশের প্রতিফলন।
হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মুজিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি ও চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট জিয়া উদ্দীন আহমেদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইউনুচ খাঁন জসিম, বিশিষ্ট কলামিস্ট মোঃ মুসা খাঁন, মোঃমহিউদ্দীন চৌধুরী, সুবেদার নবী হোসনে আরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হাসানুর জামান বাবু, সমাজসেবক আলী নেওয়ার চৌধুরী, হালিমা রহমান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশরাফ উদ্দীন আহমেদ, তরুণ সমাজ সেবক ফজলুল কাদের, চরকানাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনজুর আলম, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাং সেলিম, তরুণ সমাজ সেবক ঝোলন কান্তি দত্ত, মোঃ আবু তৈয়ব, মোঃ ফোরকান, সমাজসেবক এসএম দিদারুল হক জসিম, নুরুল হক মেম্বার, তরুন সমাজ সেবক শাহেদ পারভেজ, ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার বহু সাংবাদিক ও এলাকার হাজার হাজার নারী পুরুষ ছাত্র ছাত্রীদের উপস্হিতি ছিলো চোখে পড়ার মতো।